সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)–এর ছাত্রী হোস্টেলে পরপর চার দফা ভূমিকম্পের প্রভাবে দেয়াল ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে। গত শুক্রবার ও শনিবার (২১ ও ২২ নভেম্বর) ৩২ ঘণ্টার ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে ৪ বার ভূ-কম্পন অনুভূত হওয়ার পর থেকেই হোস্টেলজুড়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবারের ভূমিকম্পের পর থেকেই হলের বিভিন্ন কক্ষের দেয়ালের বড় ফাটল, মেঝের চির ধরার অংশ এবং জানালা–দরজার ওপরের ভাঙন স্পষ্টভাবে দেখা যেতে থাকে। পরের দিন শনিবার তিন দফা ভূমিকম্পের আঘাতে এসব ফাটল আরও বড় ও গভীর হয়ে যায়। বিশেষ করে হোস্টেলের তৃতীয় তলার কমন রুম, রিডিং রুম, রুম নম্বর ৩০০৪ ও ৩০০৫–এর অবস্থার অবনতি সবচেয়ে বেশি। রুম ৩০০৫–এর মেঝেতে থাকা ফাটল এতটাই গভীর হয়েছে যে সেখানে পানি ঢাললে সঙ্গে সঙ্গেই নিচে চলে যাচ্ছে—এমন অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
হোস্টেলের এই ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে বলে শিক্ষার্থীরা জানান। পলেস্তার খসে পড়া, দেয়ালের পুরনো ফাটল এবং রক্ষণাবেক্ষণের ঘাটতির কারণে শিক্ষার্থীদের মাঝে আগেই উদ্বেগ ছিল; সাম্প্রতিক ভূমিকম্পের পর সেই আতঙ্ক আরও বেড়েছে। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তারপরও ভয় ও অনিশ্চয়তা শিক্ষার্থীদের মনে রয়ে গেছে।
শিক্ষার্থীরা প্রশ্ন তুলেছেন—এ ধরনের দুর্যোগে ভবনটি কতটা নিরাপদ? তারা ছাত্র-ছাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জরুরি ভিত্তিতে স্থাপনা পরিদর্শন, সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।