বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্কুল অব বিজনেসের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ডিনের পদমর্যাদাসম্পন্ন সুবিধাসহ এ পদে আগামী তিন বছরের জন্য নিয়োগ প্রদান করে।
গতকাল সোমবার (২৪ নভেম্বর ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে আইকিউএসি-এর পরিচালক পদে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রোগ্রামসমূহের মানোন্নয়ন, শিক্ষকদের গবেষণামুখী কার্যক্রমকে আরও সমৃদ্ধ করা এবং কর্মকর্তা–কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, কর্মশালা ও জাতীয়-আন্তর্জাতিক মানের সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে শিক্ষার সামগ্রিক গুণগত মান নিশ্চিত করতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অধ্যাপক ড. জহির রায়হান বাউবির গুণগত শিক্ষা নিশ্চিতে আইকিউএসি-এর কার্যক্রমকে আরও যুগোপযোগী ও কার্যকর করতেও প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।