বাংলাদেশের মাহি এমঅইটি ৩৫ উদ্ভাবক তালিকায়

মিরপুরের নুর মুহাম্মদ মাহি শাফিউল্লাহ, মাত্র ২৭ বছর বয়সে, বিশ্বের অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি-এর '৩৫ ইনোভেটরস আন্ডার ৩৫' তালিকায় স্থান করে নিয়েছেন। রোবটিক্স ও মেশিন লার্নিংয়ে তার বিপ্লবী কাজ তাকে এই স্বীকৃতির যোগ্য করেছে। পূর্বে এলন মাস্ক, ল্যারি পেজ ও মার্ক জুকারবার্গের মতো বিজ্ঞানী ও উদ্ভাবকরা এই তালিকায় স্থান পেয়েছেন।   শিশুকাল থেকেই গণিতের প্রতি মাহির আগ্রহ তাকে আন্তর্জাতিক পরিসরে তুলে এনেছে। ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত তিনি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, যেখানে দুটি ব্রোঞ্জ এবং একটি রৌপ্য পদক অর্জন করেন। এছাড়াও, তিনি আন্তর্জাতিক ইনফরম্যাটিক্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছেন। এই সাফল্য তাকে এমঅইটি-এ পড়াশোনার সুযোগ এনে দেয়।   এমঅইটি-তে তিনি গণিত ও কম্পিউটার সায়েন্সে স্নাতক এবং পরবর্তীতে মাস্টার্স শেষ করেন। তৃতীয় বর্ষ থেকেই তিনি গবেষণায় মনোযোগী হন। এরপর নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কুরান্ট ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি সম্পন্ন করেন। পিএইচডি সময়ে তিনি কম্পিউটার ভিশন থেকে রোবটিক্সে স্থানান্তরিত হন, যা তার ক্যারিয়ারের পরবর্তী ধাপ নির্ধারণ করে। বর্তমানে মাহি মেটার ফান্ডামেন্টাল এআই রিসার্চ ডিভিশনে পোস্টডক্টরাল গবেষক হিসেবে কাজ করছেন এবং বার্কলে এআই রিসার্চ-এর সঙ্গে যুক্ত আছেন। তার মূল গবেষণার লক্ষ্য: রোবটকে বাস্তবমানবিক পরিবেশে কার্যকরী করা। তিনি বলছেন, "একটি বাড়ি ও একটি কারখানা পরিবেশের মধ্যে বিশাল পার্থক্য আছে। বাড়ির পরিবেশ আরও অগঠিত। আমাদের রোবটকে এসব পরিবেশে কাজ করতে শেখানোই মূল চ্যালেঞ্জ।" মাহির প্রকল্পগুলির মধ্যে রয়েছে রোবট ইউটিলিটি মডেল, Dobb-E প্রকল্প ও OK-Robot প্রকল্প। এই সব কাজ বাস্তব জীবনের তথ্য সংগ্রহ করে রোবটকে শেখানোর উপর ভিত্তি করে। এই স্বীকৃতি তার গবেষণার পথকে আরও দৃঢ় করেছে এবং ভবিষ্যতে রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তায় নতুন দিগন্ত উন্মোচনের প্রেরণা জুগিয়েছে।

$post['title']

বুটেক্স সাংবাদিক সমিতির নেতৃত্বে রাফি-শাহেদ

$post['title']

কুয়েটে “প্রসেস সেফটি: ম্যানেজিং রিস্ক ইন হাই-হ্যাজার্ড ইন্ডাস্ট্রিজ” শীর্ষক সেমিনার

$post['title']

শাবিপ্রবির ৬টি হলে ছাত্রদলের 'আইডিয়া বক্স' স্থাপন

$post['title']

কুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

$post['title']

চুয়েটে শিমুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট