ছাত্রী হোস্টেলে চুরির চেষ্টাকালে যুবক আটক

মো. মারুফ হাসান,গবি প্রতিনিধি
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেইনবো ছাত্রী হোস্টেলে ঢুকে চুরি এবং এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে এক যুবককে শিক্ষার্থীরা আটক করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে হোস্টেলের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে। আশপাশের হোস্টেল থেকে দৌড়ে এসে শিক্ষার্থীরা যুবককে ধরে পরে পুলিশে সোপর্দ করেন।

হোস্টেল সূত্রে জানা গেছে, ঘটনাকালে নিচতলার কেয়ারটেকার ও অন্যান্য দায়িত্বশীলরা পাশের হোস্টেলের সামনে ছিলেন। সুযোগে যুবক হোস্টেলে প্রবেশ করেন। বের হওয়ার সময় সন্দেহ হলে কেয়ারটেকার তাকে আটকে দেন। এরপর শিক্ষার্থীরা তাকে ধরে ফেলেন।

ভুক্তভোগী দুই শিক্ষার্থী ফার্মেসি বিভাগের মেহেরুন্নেসা মিম (৪১ ব্যাচ) ও সাজিয়া সুলতানা কবিতা (৪৪ ব্যাচ)। সাজিয়া জানান, "বিকেল তিনটার দিকে রুমে ফিরে দরজায় তালা না দেখে ভেবেছিলেন রুমমেট এসেছে। নক করলে দরজা খোলে না। দরজার ফাঁক দিয়ে দেখতে পাই রুম অগোছালো এবং একজন নড়াচড়া করছে। পরে দরজা খুলে যুবকটি তাদের ওপর বোটি হাতে ধাওয়া করে। শিক্ষার্থীরা তাকে বাধা দিলে যুবক ধাক্কা দিয়ে রুম থেকে বের হওয়ার চেষ্টা করেন। এরপর বারান্দা দিয়ে নিচে নেমে কেয়ারটেকারকে ডাকলে সবাই মিলে তাকে আটক করেন।"

আটককৃত যুবকের নাম মাসুদ রানা। তার স্থায়ী ঠিকানা ঢাকার নবাবগঞ্জ; সাভারের ডেন্ডাবর এলাকায় ভাড়া থাকেন। তিনি স্বীকার করেছেন, চুরির উদ্দেশ্যে হোস্টেলে ঢোকেন এবং ইয়াবা সেবনের জন্য টাকা জোগাড় করতে চেয়েছিলেন। তার পকেট থেকে ঘুমের ওষুধও উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে কিছু টাকা উদ্ধার করা হলেও মিমের আনুমানিক ১০–১২ হাজার টাকার মধ্যে প্রায় দেড় হাজার টাকা ফেরত পাওয়া গেছে। রুমে আসবাবপত্র অগোছালো, আলমারির তালা ভাঙা এবং তৃতীয় তলায় ধাক্কা দেয়ার জন্য ব্যবহৃত ধারালো বোটি পাওয়া গেছে।হোস্টেলের মালিক শাহরিয়ার সোহেল জানান, "তিনি পুলিশকে খবর দেন। পরে আশুলিয়ার স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ি থেকে এএসআই আসিন ও এএসআই আসাদ এসে যুবককে থানায় নিয়ে যান।" 

নবীনগর ফাঁড়ির ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান জানান,“চুরির অভিযোগে মাসুদ রানাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।”

পাঠকের আগ্রহ

সম্পর্কিত