বিইউবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনটেস্ট ২০২৫: চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান দখল নিটারের

নিটার থেকে সামিহা সামি
 ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) তে এআই কমিউনিটি বিইউবিটি আয়োজিত “বিইউবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনটেস্ট ২০২৫”–এ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জন করে নজর কাড়ল ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)। প্রতিযোগিতায় দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ৪০টিরও বেশি দল অংশ নেয়, যার মধ্যে ছিল বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, আইইউটি সহ ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়।

আয়োজক সূত্র জানা যায়, মেশিন লার্নিং এর ওপর ভিত্তি করে অংশ নেয় দলগুলো। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসরে প্রথম স্থান অর্জন করে আইইউটি'র টিম “বিজয়”, দ্বিতীয় হয় বিইউবিটির'ই প্রতিনিধিত্বকারী দল “ডাটা নট এনাফ” এবং তৃতীয় স্থান দখল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল “নানবান”।

এরপরেই জায়গা করে নেয় নিটারের তিনটি দল। চতুর্থ স্থানে “নিটার সয়ুজ”, পঞ্চম স্থানে “টিম অপটিমা” এবং ষষ্ঠ স্থানে উঠে আসে “নিটার নিউরাল নেক্সাস”। ধারাবাহিকভাবে তিনটি স্থান দখল করে নিটারের ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে, দেশব্যাপী এআই প্রতিযোগিতায় তাদের দক্ষতা ও প্রস্তুতি এখন জাতীয় পর্যায়ের মান ছাড়িয়ে যাচ্ছে।

চতুর্থ স্থান অর্জনকারী “নিটার সয়ুজ” টিমে ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী অমর্ত্য চৌধুরী বর্ণ ও আহসান হাবীব কুশল। পঞ্চম স্থান পাওয়া “টিম অপটিমা”-তে ছিলেন ফারহান কবির সিফাত ও সাকী। ষষ্ঠ স্থান লাভকারী “নিটার নিউরাল নেক্সাস” টিমে ছিলেন শুষ্ময় নন্দী ও নাজমুল হোসেন।

অংশগ্রহণকারী অমর্ত্য চৌধুরী বর্ণ বলেন, “এধরণের প্রতিযোগিতা যদি নিটারের ভেতরেই আয়োজন করা যায়, তাহলে আরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণে আগ্রহী হবে। বর্তমানে বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপক বিস্তার, তাই দক্ষতা অর্জনের জন্য এআই শেখাটা এখন চরম বাস্তবতা। ভবিষ্যতে নিটার কম্পিউটার ক্লাবের ব্যানারে এধরণের কনটেস্ট আয়োজনের ব্যাপারে আমি আশাবাদী।”

পাঠকের আগ্রহ

সম্পর্কিত