আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে পূর্বালী ব্যাংকের মাইক্রোবাস উপহার

নিজস্ব প্রতিবেদক
মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন পূর্বালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন পূর্বালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

আহ্ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পূর্বালী ব্যাংক একটি মাইক্রোবাস সৌজন্য উপহার দিয়েছেন। বুধবার (৬ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমানের উপস্থিতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হকের হাতে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন পূর্বালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টিজের সদস্য ড. মো. খলিলউল্লাহ, মো. সাজেদুল কাইয়ুম দুলাল, প্রফেসর ড. মো. মহিউদ্দিন, ড. এম. এ জলিল, বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মেদ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক বলেন, পরিবহন ব্যবস্থার উন্নয়নে একটি মাইক্রোবাস উপহার দেওয়ার জন্য পূর্বালী ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এই মাইক্রোবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে এই ধরনের সহায়তা আমাদের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। পূর্বালী ব্যাংকের এই উদারতাপূর্ণ উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট খাতের মধ্যে একটি দৃঢ় বন্ধন স্থাপন করেছে, যা ভবিষ্যতে আরও নানা যৌথ উদ্যোগের পথ সুগম করবে। 

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান পূর্বালী ব্যাংক কর্তৃক বিশ্ববিদ্যালয়কে মাইক্রোবাস উপহার দেওয়ার জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানকে পরিবহন সুবিধায় সহায়তা করার মাধ্যমে পূর্বালী ব্যাংক একটি শিক্ষাবান্ধব ও সমাজকল্যাণমুখী দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের উদ্যোগ শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, পুরো সমাজেই ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ইনচার্জ) প্রফেসর ড. মো. মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মো. আশরাফুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা, কর্মকর্তা-কর্মচারীরা।  
 

সম্পর্কিত