বাংলাদেশের জাপানি ভাষা শিক্ষকদের জন্য ৭২ ঘণ্টাব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৩৬ জন জাপানি ভাষা শিক্ষক এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতির (জালটাব) আয়োজনে ও জাপান ফাউন্ডেশনের সহযোগিতায় বাংলাদেশের জাপান দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালনা ওই প্রশিক্ষণ শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে জাপান দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের দ্বিতীয় সচিব মি. কিয়োহেই ইয়ামামোতো, জাপান ফাউন্ডেশনের জাপানি ভাষা বিশেষজ্ঞ মি. তাকেও উজাওয়া এবং মি. তোমোয়ুকি ফুকুই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে জালতাবের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অংশগ্রহণকারীদের প্রশিক্ষণে তাদের সেরাটা দেওয়ার জন্য উৎসাহিত করেন।
এছাড়া ওই প্রশিক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনসারুল আলম, অধ্যাপক ড. মো. মনির উদ্দিন ও মি. কুনিআকি ওকাবায়াশি প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। প্রশিক্ষকরা জাপানি ভাষার শিখন পদ্ধতি, সংস্কৃতি এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধির নানা কৌশল তুলে ধরেন।
এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ভাষার মৌলিক নীতিমালা, ভাষা শিক্ষার আধুনিক কৌশল, ভাষাগত দক্ষতার উন্নয়ন এবং শিক্ষক হিসেবে আরও কার্যকর ভূমিকা পলনে সহায়তার পাশাপাশি নতুন ও আধুনিক শিক্ষণ কৌশল শিখতে পারবেন, বলে আশা আয়োজকদের; যা পাঠদানের সক্ষমতাকে আরও শক্তিশালী করবে। এই প্রশিক্ষণ শুধুমাত্র ব্যক্তিগত দক্ষতার উন্নতি ঘটাবে না, বরং বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
/আরিফ জাওয়াদ