নিটারে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । 

শুক্রবার (১৭ অক্টোবর, ২০২৫) লিখিত পরীক্ষা নিটার ক্যাম্পাসের প্রশাসনিক ভবনগুলোতে অনুষ্ঠিত হয়। নিটার প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন পদে দাখিলকৃত আবেদনপত্রসমূহ বিধিমালার আলোকে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে মোট ২০১ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হয়। তন্মধ্যে পরীক্ষার দিন উপস্থিত ছিলেন ১৫৩ জন পরীক্ষার্থী। স্বচ্ছতা ও ন্যায়সংগত পদ্ধতিতে নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কঠোরভাবে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন নিটারের পরিচালক ড. আশেকুল আলম রানা।

শিক্ষক শ্রেণিভুক্ত পদগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী অংশ নেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে প্রভাষক পদে, যেখানে ৩১ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এছাড়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বিষয়ে অংশ নেন ২৩ জন প্রার্থী, প্রভাষক, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং বিষয়ে ১১ জন এবং প্রভাষক, ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে অংশ নেন ৪ জন প্রার্থী।

আইপিই বিভাগের টেকনিক্যাল অফিসার পদে অংশ নেন ৪ জন প্রার্থী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে অংশ নেন ১৫ জন প্রার্থী। নিটার মেডিক্যাল সেন্টারের নার্স পদে অংশ নেন ১৮ জন প্রার্থী। পাশাপাশি, আইটি কর্মকর্তা পদে ৮ জন, সহকারী আইটি কর্মকর্তা পদে ১৩ জন এবং লাইব্রেরির অফিস সহায়ক পদে অংশ নেন ২৬ জন পরীক্ষার্থী।

লিখিত পরীক্ষার পরবর্তী ধাপে রয়েছে ভাইভা বোর্ড, ডেমোনস্ট্রেশন এবং প্রেজেন্টেশন, যেগুলো সংশ্লিষ্ট পদ অনুযায়ী পৃথকভাবে অনুষ্ঠিত হবে। যথাযথ মূল্যায়ন শেষে ধাপে ধাপে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে নিশ্চিত করেছে নিয়োগ কমিটি।

নিটার কর্তৃপক্ষ জানিয়েছে, সমগ্র নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধাভিত্তিক ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হবে।

সম্পর্কিত