ঢাবি ট‍্যুরিস্ট সোসাইটির প্রতিষ্ঠার ৩০ বছর উদযাপন

ঢাবি প্রতিনিধি
 ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ছবি: ক্যাম্পাস রিপোর্ট

দিনভর নানা আয়োজনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ট‍্যুরিস্ট সোসাইটি (ডিইউটিএস) প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদযাপন করছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আলোচনা সভা-ফানুস ওড়ানো-কেক কাটাসহ নানা সাংস্কৃতিক আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে ডিইউটিএস।

ডিইউটিএসের সভাপতি অমিদ হাসান বলেন, ডিইউটিএসের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই গৌরবময় দিনে উপস্থিত থাকতে পেরে, আমি সত্যিই গর্বিত ও আনন্দিত। তিন দশক ধরে আমাদের এই পরিবার শুধু ভ্রমণ নয় পর্যটনের মাধ্যমে বন্ধুত্ব, জ্ঞান ও নেতৃত্বের চর্চা করে আসছে। এই দীর্ঘ যাত্রায় যাঁরা অবদান রেখেছেন সকল সাবেক ও বর্তমান সদস্য, শিক্ষক উপদেষ্টা এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

আমরা বিশ্বাস করি, ডিইউটিএস ভবিষ্যতেও দেশের পর্যটন উন্নয়নে তার ভূমিকা আরও শক্তিশালীভাবে রাখবে।

এদিকে সাধারণ সম্পাদক শুভ্রদেভ বিশ্বাস বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটির ৩০ বছরের এই গৌরবময় যাত্রা আমাদের পরিশ্রম, ঐক্য আর ভালোবাসার প্রতিচ্ছবি। তিন দশক ধরে আমরা শুধু ভ্রমণ নয়, শিখেছি দায়িত্ব, বন্ধন আর দেশের সৌন্দর্যকে জানার এক অনন্য পাঠ। আগামীর পথচলায় ডিইউটিএস আরও সমৃদ্ধ হোক, এটাই আমাদের অঙ্গীকার।

উল্লেখ্য, ১৯৯৫ সালে সূচনা হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটি আজ তিন দশকের পথ পেরিয়ে এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্বশীল ভ্রমণ, সংস্কৃতি ও ট্যুরিজম সচেতনতা ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিইউটিএস।

সম্পর্কিত