কুবিতে সহপাঠীকে মারধরের জেরে হল থেকে শিক্ষার্থী বহিষ্কার

মংক্যএ মার্মা, কুবি
সহপাঠীকে মারধর, ডানে বহিষ্কৃত শিক্ষার্থী আকরাম হোসেন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
সহপাঠীকে মারধর, ডানে বহিষ্কৃত শিক্ষার্থী আকরাম হোসেন। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

সহপাঠীকে মারধর করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকরাম হোসেনকে আজীবন হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনার জেরে আকরাম হোসেন তার সহপাঠী শাহপরান হোসাইনকে মারধর করেন। ঘটনার পর শাহপরান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পেয়ে শৃঙ্খলা কমিটির সভায় আকরাম হোসেনকে হল থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ করে। পরবর্তীতে হল প্রভোস্টের মাধ্যমে সিদ্ধান্ত কার্যকর করে তাকে বহিষ্কারের নোটিশ প্রদান করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, অভিযুক্ত আকরাম হোসেন প্রশাসনিক ভবনের সামনে শাহপরানকে মারধর করেন। শাহপরানের প্ররোচনায় আকরাম সিসি ক্যামেরার সামনে ঘটনাটি ঘটান। বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় শৃঙ্খলা কমিটি অভিযোগের মাত্রা বিবেচনা করে তাকে হল থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। পাশাপাশি উভয় শিক্ষার্থীকে সাত দিনের মধ্যে মুচলেকা দিতে বলা হয়েছে।

এ দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্পর্কিত