মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে জামায়াত প্রার্থীর প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
 ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ছবি: ক্যাম্পাস রিপোর্ট

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণার প্রতিবাদ জানিয়েছে। শিক্ষার্থীরা শ্লোগান দিয়ে বলেছে, “ক্যাম্পাসে রাজনীতি চলবে না, আমরা ভোটার না কি ভোট চাওয়ার দরকার?”

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ২৭ অক্টোবর দুপুর ১২টা ১৫ মিনিটে বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে হাজির হন জামায়াতের দুই মনোনীত প্রার্থী — মাগুরা-১ আসনের আব্দুল মতিন ও মাগুরা-২ আসনের অধ্যাপক বি এম বাকের। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম তাদের পরিচয় করিয়ে দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বক্তব্য রাখার সুযোগ দেন। প্রার্থীরা নিজেরা দলের দাঁড়িপাল্লা মার্কা ভোট চাইতে বক্তব্য রাখেন।

শিক্ষার্থীরা বলেন, এটি একটি অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিদ্যালয়কে রাজনৈতিক রঙে রাঙানোর এই প্রচেষ্টা তাদের পড়ালেখায় প্রভাব ফেলছে। বার্ষিক পরীক্ষা সামনে থাকায় শিশুরা রাজনৈতিক কার্যক্রমের কারণে মনোযোগ হারাচ্ছে। এছাড়া, কঠোর রোদের মধ্যে দাঁড় করিয়ে রাজনীতির বার্তা শোনানো হয়েছে, দল ও দলীয় প্রতীক চেনানোর চেষ্টা করা হয়েছে।

প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও অনিয়মের অভিযোগ তুলে জেলা প্রশাসক অহিদুল ইসলামের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, “হঠাৎ অ্যাসেম্বলিতে প্রার্থীদের ভোট চাওয়া অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা।”

/এমএস

বিষয়:

মাগুরা

সম্পর্কিত