জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়। জানা গেছে, গত রোববার রাতে তিনি দেশে ফেরেন। এর আগে গত ২৮ অক্টোবর জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
জাপানের হিরোশিমা পাবলিক ইউনিভার্সিটি ও কমনওয়েলথ এডুকেশনাল মিডিয়া সেন্টার ফর এশিয়া (সিইএমসিএ-সিওএল)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত “দ্য জার্নি অব ডিজিটাল ট্রান্সফরমেশন অব এডুকেশন ইন বাংলাদেশ প্রোগ্রাম” শীর্ষক আন্তর্জাতিক কর্মসূচিতে তিনি বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।
অনুষ্ঠানে অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর, উন্মুক্ত ও দূরশিক্ষার প্রসার এবং প্রযুক্তিনির্ভর শিক্ষায় বাংলাদেশের অগ্রগতির ওপর এক প্রাঞ্জল ও গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে তিনি শিক্ষার গণতান্ত্রিকীকরণ ও সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তুলে ধরেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে প্রশংসিত হয়। উপাচার্যের এই সফরের মাধ্যমে বাউবির আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে, বলে ধারণা করা হচ্ছে।
/এমএস