দুর্গাপূজার ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি

কুবি থেকে, মংক্যএ মার্মা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা নয় দিনের ছুটি শেষে আগামীকাল (৫ অক্টোবর) থেকে খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, "যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তাহলে আগামীকাল (৫ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হবে।"

এদিকে ছুটি শেষ হওয়ায় ক্যাম্পাসে ফিরতে শুরু করছে শিক্ষার্থীরা। ফলে আবার প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাস। 

এ বিষয়ে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী মিলন সূত্রধর বলেন, “সবসময়ই বাড়ির প্রতি একটা টান থাকে। কবে ছুটি পাবো আর বাড়ি যাবো—এই অপেক্ষায় থাকি। পূজোর ছুটিতে বাড়ি গিয়েছিলাম, কিন্তু নিমিষেই ছুটি শেষ হয়ে গেল। পরিবার ছেড়ে আসতে হওয়ায় মন খারাপ হলেও ক্যাম্পাসে ফিরে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় আবার ভালোও লাগছে। পুরোনো চেনা পরিবেশে ফিরতে পেরে সত্যিই আনন্দ লাগছে।”

উল্লেখ্য, একাডেমিকভাবে ৫ দিন ছুটি থাকলেও শুক্র ও শনিবার সহ সাপ্তাহিক বন্ধ মিলিয়ে মোট নয় দিনের ছুটি ছিল বিশ্ববিদ্যালয়ে।

সম্পর্কিত