২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) পর্যায়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সূত্রে জানা গেছে, চলতি বছর নভেম্বরের শেষ দিক থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
প্রাথমিক প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ২৮ নভেম্বর আইবিএ ইউনিট, ২৯ নভেম্বর চারুকলা অনুষদ, ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিট, ১৩ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, এবং ২০ ডিসেম্বর কলা, সামাজিক বিজ্ঞান ও আইন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে, এই তারিখগুলো এখনো চূড়ান্ত নয়।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানায়, ভর্তি পরীক্ষার তারিখগুলো নিয়ে আলোচনা চলছে এবং আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য সাধারণ ভর্তি কমিটির সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে। ওই সভায় ভর্তি পরীক্ষার কাঠামো, প্রশ্নের ধরন ও আবেদন প্রক্রিয়া নিয়েও বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা জানান, এবার ভর্তি প্রক্রিয়ায় আগের বছরের মতো ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হবে। অনলাইনে আবেদন গ্রহণ, পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এবং ফলাফল প্রকাশসহ পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি দপ্তরের একজন কর্মকর্তা বলেন, “আমরা চেষ্টা করছি যাতে পরীক্ষার্থীরা আগেভাগেই প্রস্তুতির সুযোগ পান। তাই সম্ভাব্য তারিখগুলো আগেই জানানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা তাদের সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন।”
উল্লেখ্য, গত বছর (২০২৪-২৫ শিক্ষাবর্ষে) ঢাবির ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে মার্চের মাঝামাঝি শেষ হয়। এবার সময় এগিয়ে এনে ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এতে নতুন শিক্ষাবর্ষ শুরু করা আরও সহজ হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ানো এবং প্রশ্নপত্র নিরাপত্তা জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের সুবিধার্থে এবারও বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র রাখার পরিকল্পনা রয়েছে।