ডুয়েটে ‘জুলাই গণঅভ্যুত্থান’ উপলক্ষ্যে বিজয় র‌্যালি ও আলোচনা

ডুয়েট প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবসের র‌্যালী ছবি: ক্যাম্পাস রিপোর্ট
জুলাই গণঅভ্যুত্থান দিবসের র‌্যালী ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘ছাত্র-জনতার অংশগ্রহণে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থান ইতিহাসে এক অনন্য মহাকাব্য। সেই আত্মত্যাগ আর ঐক্যের স্পিরিটই বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও উদ্ভাবনমুখী নতুন বাংলাদেশের পথনির্দেশক। আমরা যদি ঐতিহাসিক ও মহাকাব্যিক জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিট হৃদয়ে ধারণ করে কাজ করি, তবে বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারবো।’ আজ মঙ্গলবার (৫ আগস্ট) ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিজয় র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থান কর্নারে আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া।
    
উপাচার্য আরও বলেন, ‘দেশের সকল বৈষম্য ও ফ্যাসিবাদ দূর করে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আমাদের দরকার একটি সম্মিলিত প্রয়াস ও ঐক্য, যেটি আমরা পেয়েছিলাম সেই ঐতিহাসিক জুলাই গণঅভূত্থানে।’ তিনি জুলাইয়ের স্পিরিটকে বুকে ধারণ করে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনায় প্রাণপ্রিয় ডুয়েটকে বিশ্বমানে উন্নয়নের লক্ষ্যে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করেন। এ সময় তিনি সকলকে ৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসের শুভেচ্ছা জানান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, সম্মিলিতভাবে আন্দোলন করে নিজেদের অধিকার আদায় করতে। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট থেকেই আমরা ছাত্র-শিক্ষক সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আসুন, আমরা একজন দায়িত্ববান দেশপ্রমিক নাগরিক হিসেবে একটি বৈষম্যমুক্ত ও সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ি।’

এর আগে দিবসটি উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন-এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় উপাচার্য শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবন, শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়াম ও জুলাই গণঅভ্যুত্থান কর্নারের নামফলক উম্মোচন করেন। অনুষ্ঠানগুলোতে উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, অফিস প্রধানবৃন্দ এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত