বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘আইএসও ১৪০০১:২০১৫ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), অডিট ও সার্টিফিকেশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে বুটেক্স এনভায়রনমেন্টাল ক্লাব ও এজেএ বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালার আয়োজন করা হয়।
মূল আলোচক ছিলেন এজেএ বাংলাদেশ লিমিটেডের ব্যবসায় বিভাগের প্রধান ও প্রশিক্ষক কবিরুল আলম। তিনি অংশগ্রহণকারীদের কাছে আইএসও ১৪০০১ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড এবং টেক্সটাইল খাতে এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। সভাপতিত্ব করেন বুটেক্স এনভায়রনমেন্টাল ক্লাবের সভাপতি মো. সাজ্জাদ হোসেন চৌধুরী হিমু। বিশেষ অতিথি ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, সহকারী অধ্যাপক হুমায়রা আক্তার হিমু ও মো. রিফাত হোসেন।
এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ ইফতি বলেন, আমার কাছে কর্মশালাটি খুবই তথ্যবহুল মনে হয়েছে, বিশেষ করে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম ও এর প্রয়োগ নিয়ে অনেক কিছু জানতে পেরেছি। আশা রাখছি আজকের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে আসবে।