চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)এর যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে এমই-১৯ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত (৩ আগস্ট) রবিবার চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের মিলনায়তনে আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মেকানিক্যাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান এবং ছাত্রকল্যাণ অধিদপ্তর এর পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম।
এছাড়া আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড.বদিউস সালাম, অধ্যাপক ড.সজল চন্দ্র বনিক, অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, অধ্যাপক ড.মোঃ সানাউল রাব্বী, অধ্যাপক ড. প্রসঞ্জীত দাশ,অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম,অধ্যপক ড. মোঃ মামুনুর রশিদ ও অধ্যাপক ড. তিলক কুমার দাশ। এতে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ মোস্তফা কামাল ভূঞা। বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সৌরভ দেব,মাহবুবা লায়লা প্রমা ও তানবির আহমেদ চৌধুরী। এতে সঞ্চালনা করেন যন্ত্রকৌশল বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আহাদ বিন আজাদ ও সাইমা ইসলাম সাবা।