চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে "ক্যারিয়ার পাথওয়েস ইন ওয়েব এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট" শীর্ষক সেমিনার ও সিএসই-২০১৯ ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ (৩ আগস্ট) রবিবার চুয়েটে কেন্দ্রীয় অডিটোরিয়ামে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনার ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং বিটোপিয়া গ্রুপের ফাউন্ডার ও সিইও মুহাম্মদ মনির হোসেন। সেমিনারে রিসোর্স পার্সন ছিলেন বিটোপিয়া গ্রুপের সিটিও রাকিবুল সিকু এবং বিডি কলিং একাডেমি এর এজিএস জনাব রনি সাহা। সেমিনারে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. প্রণব কুমার ধর। এতে সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক তানজুম মতিন মিথুল। এছাড়া সিএসই-২০১৯ বিদায়ী ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আলম মিয়া ও সৃজিতা ধর।