গতকাল (২ আগস্ট ২০২৫) শনিবার রাজধানীর ধানমণ্ডিস্থ ডক্টর মালিকা কলেজ এর সম্মেলন কক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদানকারী কলেজের শিক্ষকদের অংশগ্রহণে ফেস টু ফেস ম্যুডে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন,শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য উপযোগী করে তুলতে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগের কোনো বিকল্প নেই।
উপাচার্য বলেন, যে শিক্ষা বর্তমান চাকরির বাজারের চাহিদা মেটাতে ব্যর্থ, সেই শিক্ষার কোনো প্রয়োজন নেই। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গত ৫২ বছরে বাংলাদেশের শিক্ষা খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে প্রতিবেশী দেশগুলো শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে।
তিনি আরও জানান, শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় কারিকুলাম ও সিলেবাসকে যুগোপযোগী করতে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এবং ইউনিসেফ সহ বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এছাড়াও, অধিভুক্ত কলেজগুলোতে দুর্নীতি কমাতে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ মজিবর রহমান। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নেওয়া পদক্ষেপগুলোর ভূয়সী প্রশংসা করেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর। তিনি শিক্ষার মান নিশ্চিত করতে রাজনৈতিক সদিচ্ছার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪০টি কলেজের ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও উপাচার্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন।