সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ বিজনেস অ্যান্ড ইনোভেশন ক্লাবের (এনবিআইসি) আয়োজনে উদ্ভাবনী প্রতিযোগিতা ‘বিজনেস আইডিয়াথন’-এর সমাপ্তি অনুষ্ঠান রবিবার অনুষ্ঠিত হয়েছে।
চূড়ান্ত দিনে সকাল থেকেই অংশগ্রহণকারী দলগুলোর প্রেজেন্টেশন এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে এবং বিচারকমণ্ডীর প্রশ্নের জবাব প্রদান করে। পরবর্তী পর্যায়ে সংক্ষিপ্ত বিরতির পর ফলাফল ঘোষণা করেন প্রভাষক মারজান হাসান নাঈম।
ফলাফলে প্রথম স্থান অধিকার করে ‘টিম ক্র্যাকার্স’, দ্বিতীয় স্থান পায় ‘ভিশনারি ভয়েজার্স’ এবং তৃতীয় স্থান অর্জন করে ‘নিক্রাফটো’। বিজয়ী দলগুলোর প্রতি মূল্যবান ফিডব্যাক প্রদান করেন সহকারী অধ্যাপক রায়হান আহমেদ জয়, যিনি শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং প্রেজেন্টেশনের দক্ষতা উন্নয়নের প্রশংসা করেন।
পুরস্কার বিতরণের সময় প্রথম পুরস্কার প্রদান করেন সহকারী অধ্যাপক মো. ফতেহ্ আলী খান পান্নি, দ্বিতীয় পুরস্কার দেন সহকারী অধ্যাপক রায়হান আহমেদ জয় এবং তৃতীয় পুরস্কার তুলে দেন প্রভাষক মারজান হাসান নাঈম। এছাড়া ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয় এনবিআইসি’র প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারিকে। অনুষ্ঠানটি শেষ হয় প্রেসিডেন্টের হাতে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণের মাধ্যমে।
উল্লেখ্য, প্রতিযোগিতার উদ্বোধনী দিন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় কোরআন তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সেই দিন ২০টি দল প্রথম রাউন্ডের প্রবলেম সলভিং পর্বে অংশগ্রহণ করে এবং ৫০ মিনিটের মধ্যে তাদের সমাধান উপস্থাপন করে। মধ্যাহ্নভোজের পর বিচারকমণ্ডলী প্রথম রাউন্ডের ফলাফল ঘোষণা করেন। প্রধান অতিথি নিটারের ডিরেক্টর ড. আশেকুল আলম রানা উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা মানসিকতা এবং সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজক কর্তৃপক্ষ মনে করেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং উদ্ভাবনী ধারণা ভবিষ্যতে এ ধরনের উদ্যোগকে আরও সফল করবে।