আবারো সেরা প্রধান শিক্ষক শাহনাজ পারভিন

নবাব শিকদার আলী,ঝিনাইদহ
শাহনাজ পারভিন রিপা ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
শাহনাজ পারভিন রিপা ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

ঝিনাইদহের শিক্ষা ক্ষেত্রে আবারও উজ্জ্বল নক্ষত্র ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও আইসিটি ফর এডুকেশন (ICT4E) জেলা অ্যাম্বাসেডর শাহনাজ পারভিন রিপা এবার আইপিডিসি-প্রথম আলো শিক্ষক সম্মাননা-২০২৫-এর জন্য নির্বাচিত হয়েছেন। এই গৌরবময় অর্জনে ঝিনাইদহসহ তাঁর নিজ এলাকা হরিণাকুণ্ডু ও শ্বশুরবাড়ির এলাকা শৈলকুপায় বইছে আনন্দের বন্যা।

এলাকাবাসী ও শিক্ষানুরাগীরা তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।জানা গেছে, শাহনাজ পারভিন রিপা ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার পোড়াহাটি গ্রামের মেয়ে। তিনি শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের বিশিষ্ট ব্যাংকার জনাব মো. রফিকুল ইসলামের সহধর্মিণী।

ইতিহাস গড়া প্রধান শিক্ষক

শাহনাজ পারভিন রিপা এর আগেও জাতীয় পর্যায়ে তাঁর শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছেন। এর আগে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। শিক্ষার মানোন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম প্রতিষ্ঠা এবং আইসিটির প্রসারে তাঁর নিরলস প্রচেষ্টার ফলেই তিনি বারবার এই ধরনের মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করছেন।

পৌর মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক হিসেবে তিনি শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, বরং শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর এই ধারাবাহিক সাফল্য ঝিনাইদহ জেলার শিক্ষা কমিউনিটির জন্য এক বড় অনুপ্রেরণা।

শিক্ষক সম্মাননা-২০২৫ প্রাপ্তির খবরে উচ্ছ্বসিত এলাকাবাসী তাঁর ভবিষ্যৎ সাফল্যের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন।

সম্পর্কিত