৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য এই মৌখিক পরীক্ষা আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী। এর মধ্যে সাধারণ ক্যাডারের জন্য ১,৪১৬ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য ৮৩১ জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
কমিশন জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক প্রার্থীকে ফরম-১, সব ধরনের প্রয়োজনীয় সনদ ও কাগজপত্রের সত্যায়িত ফটোকপি দুই সেট, এবং মূল সনদপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। মৌখিক পরীক্ষার বোর্ডে প্রবেশের সময় মূল সনদপত্র প্রদর্শন বাধ্যতামূলক। নির্ধারিত নথি সঙ্গে না আনলে প্রার্থীদের পরীক্ষার সুযোগ বাতিল হতে পারে বলেও কমিশন সতর্ক করেছে।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা অবশ্যই নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকবেন। অনুপস্থিত থাকা কিংবা প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি অনুযায়ী বিভিন্ন দিনে প্রার্থীদের ভাগ করে নেওয়া হয়েছে, যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
৪৫তম বিসিএসকে ঘিরে পরীক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ও উদ্বেগ দুই-ই কাজ করছে। লিখিত পরীক্ষার দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মৌখিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হওয়ায় অনেকে স্বস্তি প্রকাশ করেছেন। অন্যদিকে, মৌখিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন জানিয়েছে, পরীক্ষার দিন কোনো ধরনের অনিয়ম বা অসুবিধা এড়াতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে এবং পরীক্ষার প্রতিটি ধাপ স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
৪৫তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পাবে বিপুল সংখ্যক মেধাবী প্রার্থী। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।