রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আজ রবিবার বিকেল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তর ও শারীরিক শিক্ষা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, "শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে। এ ধরণের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটি ২০২৫ এর সভাপতি ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মাহমুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটি ২০২৫ এর সদস্য সচিব ও ভারপ্রাপ্ত চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার মোহা: মাহবুবুল আলম।
এবারের আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় রুয়েটের ১৪ টি বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগ এবং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগ পরস্পরের মুখোমুখি হয়। এই খেলায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগকে ৮-০ গোলে পরাজিত করে। দ্বিতীয় খেলায় সিরামিক এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) বিভাগ এবং ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ পরস্পরের মুখোমুখি হয়। এই খেলায় সিরামিক এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) বিভাগ ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগকে ৬-০ গোলে পরাজিত করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগ, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগ, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগ, আর্কিটেকচার বিভাগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগ, ম্যাটেরিয়ালস্ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সিরামিক এন্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) বিভাগ।