ঢাবিতে সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা

ঢাবি প্রতিনিধি।
আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা গত (৩ জুলাই ২০২৫) বৃহস্পতিবার শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সুইমিংপুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং উপাচার্যের সহধর্মিণী মুশতারী বেগম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত