খুলনার লায়ন্স স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
বৃক্ষরোপণ কর্মসূচিG ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বৃক্ষরোপণ কর্মসূচিG ছবি: ক্যাম্পাস রিপোর্ট

খুলনার ঐতিহ্যবাহী লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আজ ৭ জুলাই (সোমবার) সকালে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চলের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান। কর্মসূচির উদ্বোধন করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোমেন ও কলেজের অধ্যক্ষ মোঃ বাদশা খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুল ও কলেজের শিক্ষকমণ্ডলী মনিরুজ্জামান, রাফেয়া জাহান, শেখ ফিরোজ আহম্মেদ, কাজী শামসুদ্দোহা, মোঃ শহিদুল ইসলাম, সঞ্জয় কুমার পাল, অনাদী কুমার মল্লিক, নিশাত আফরোজ পপি, শাহানা মাহমুদ, শামিমা আক্তার, তানভির রেজা, ফারজানা ইসলামসহ কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত