পরিবেশ রক্ষায় বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক
কলেজ প্রাঙ্গণে নানা জাতের বৃক্ষরোপন।G ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
কলেজ প্রাঙ্গণে নানা জাতের বৃক্ষরোপন।G ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

পরিবেশ রক্ষায় নিজেদের অঙ্গীকার পালনের অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য করা হয় ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এ ধরণের প্রতিপাদ্য আমাদের পরিবেশ সচেতনতা ও বিশ^জুড়ে প্লাস্টিক দূষণ প্রতিরোধের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেছে। এ উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং কলেজ প্রাঙ্গণে নানা জাতের বৃক্ষরোপন।

গত (২৪ জুলাই) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানাদির শুরুতে মাইলস্টোন ট্রেজেডিতে নিহতদের স্মরণ করা হয় বেদনাহত চিত্তে। কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট ও কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো।

অন্যান্যরাও নানা জাতের বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশের প্রতি নিজেদের দায়বদ্ধতার কথা প্রকাশ করেন। প্রধান অতিথি এসময় কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়া এবং অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধরকে সাথে নিয়ে ঘুরে দেখেন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শিশুদের আঁকা নানা চিত্রে উঠে আসে পরিবেশ সুরক্ষার জোরালো বার্তা।

পরিবেশ ভাবনাকে ছাত্রছাত্রীদের মাঝে ছড়িয়ে দিতে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার। কলেজের রেক্টর তরুণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো।

সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় কুমার ধর, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মো. জাকিদুল ইসলাম এবং মোস্তাকিয়া মাহমুদা পারভীন। সিনিয়র সহকারী শিক্ষিকা তাহমিনার সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সকলের মাঝে পরিবেশ ভাবনাকে আরও গভীরভাবে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ‘আজ আমরা পরিবেশ রক্ষায় শপথ নিয়েছি কারণ আমরা চাই প্লাস্টিক দূষণমুক্ত সুবজু সুন্দর একটি পৃৃথিবী। আপনারাও এই মহৎ উদ্যোগে শামিল হবেন এবং পরিবেশ রক্ষায় অঙ্গীকারাবদ্ধ থাকবেন।’    
 
 

সম্পর্কিত