এডুকেশন ওয়াচের তালিকায় ২০ কলেজে

নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

শিক্ষার গুণগত মান বিবেচনা ও অন্যান্য প্রাসঙ্গিক বিবেচনায় রাজধানী ঢাকার নির্বাচিত ২০ কলেজের তালিকা প্রকাশ করেছে বাংলা ভাষায় শিক্ষা বিষয়ক মাসিক পত্রিকা এডুকেশন ওয়াচ। নির্বাচিত ২০ কলেজ হলো: (ইংরেজি বর্ণমালার আলফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী) আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, বিএএফ শাহীন কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, ঢাকা ইমপিরিয়াল কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, তেজগাঁও সরকারী বিজ্ঞান কলেজ, হলিক্রস কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন কলেজ, মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, নটরডেম কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধেশ্বরী কলেজ ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।

এডুকেশন ওয়াচ রাজধানী ঢাকার ২০ কলেজ নির্বাচনের ক্ষেত্রে কলেজগুলোর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, পাসের হার, জিপিএ, নিজস্ব ক্যাম্পাস, সহ-শিক্ষা কার্যক্রম, খেলার মাঠ, পাঠাগার, ক্লাব কার্যক্রম, ক্যাম্পাস রাজনীতি ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় নেয়। কলেজ নির্বাচনের ক্ষেত্রে ৩ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড কাজ করে। সাচিবিক দায়িত্ব পালন করেন এডুকেশন ওয়াচ সম্পাদক মো. খলিলুর রহমান। এ ব্যাপারে জানতে চাওয়া হলে সম্পাদক মো. খলিলুর রহমান জানান, ‘এডুকেশন ওয়াচ বহু বছর শিক্ষা ও গবেষণা নিয়ে কাজ করছে। এটা অভিভাবক ও শিক্ষার্থীদের একটা প্রত্যাশা ছিলো যার মাধ্যমে তারা একটি সঠিক বার্তা গ্রহণ করতে পারবে।’ ছাত্রছাত্রীরা একাদশে ভর্তি হতে একটি মানসম্মত কলেজ নির্বাচনে সহায়তা পাবে বলে জানান সম্পাদক মো. খলিলুর রহমান।

বিষয়:

কলেজ ভর্তি

সম্পর্কিত