জবির কেন্দ্রীয় জামে মসজিদে সাজিদের প্রথম শাহাদাৎবার্ষিকী পালিত

জবি থেকে মো: রাশেদুজ্জামান রাশেদ।
দোয়া মাহফিল। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
দোয়া মাহফিল। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের প্রথম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আজ (১৪ আগস্ট ২০২৫) বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহিদ ইকরামুল হক সাজিদের আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অথিতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো: রেজাউল করিম পিএইচডি  উপস্থিত সবাইকে শহীদ সাজিদের রক্ত ভুলে না যাওয়ার তাগিদ দেন।

তিনি আরো বলেন,'' আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি, নতুন কোন ফ্যাসিবাদি শক্তি মাথা চাড়া দিয়ে উঠলে সেটা নির্মূলে শহীদ সাজিদের রক্ত যেন আমাদের অনুপ্রেরণা হয়।''

উল্লেখ্য,২০২৪ সালের ৪ই আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে মিরপুরে পুলিশের গুলিতে আহত হন। এরপর ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ১৪ ই আগষ্ট রাজধানীর সম্মিলিত সামরিক হাপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।পরবর্তীতে তার স্মরণে বিবিএ একাডেমিক বিল্ডিং এর নাম পরিবর্তন করে শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং রাখা হয়।

সম্পর্কিত