এডিবি-জেএসপি স্কলারশিপ সুযোগ উন্মুক্ত

নিজস্ব প্রতিবেদক।
এডিবি-জেএসপি স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা এশিয়ার নামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছেন বিনা খরচে। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
এডিবি-জেএসপি স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা এশিয়ার নামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পাচ্ছেন বিনা খরচে। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) কর্তৃক প্রবর্তিত জাপান স্কলারশিপ প্রোগ্রাম (ADB–JSP) এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে।

এডিবি-জেএসপি স্কলারশিপ প্রোগ্রামটি ১৯৮৮ সালে শুরু হয়, উন্নয়নশীল দেশের তরুণ পেশাজীবীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ প্রদানের লক্ষ্যে। নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি, মাসিক আবাসন ও জীবিকা ভাতা, বই ও গবেষণা সামগ্রীর ব্যয়, স্বাস্থ্য বীমা এবং আসা-যাওয়ার বিমান ভাড়াসহ সব ধরনের আর্থিক সুবিধা পাবেন।

আবেদনকারীদের অবশ্যই এডিবি সদস্য রাষ্ট্রের নাগরিক হতে হবে এবং তাদের বয়স ৩৫ বছরের মধ্যে থাকতে হবে। স্নাতক ডিগ্রি সম্পন্নের পর অন্তত দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, আবেদনকারীদের ইংরেজি ভাষায় পারদর্শিতা থাকা বাধ্যতামূলক। যারা ইতোমধ্যে কোনো উন্নত দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তারা এ প্রোগ্রামে যোগ্য হবেন না।

প্রত্যেক আবেদনকারীকে তাদের পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট, আয়ের প্রমাণপত্র, চাকরির অভিজ্ঞতা সনদ, রেফারেন্স লেটার ও হালনাগাদ জীবনবৃত্তান্তসহ নির্ধারিত কাগজপত্র জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ভেদে আবেদন প্রক্রিয়া ও সময়সীমা আলাদা হতে পারে। তাই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট সময়সূচি ও নির্দেশিকা অনুসরণ করাই উত্তম।

স্কলারশিপের অন্যতম শর্ত হলো—শিক্ষার্থীদের পড়াশোনা শেষে নিজ দেশে ফিরে গিয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা সমাজের উন্নয়নে কাজে লাগানো। এটি শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্যও গুরুত্বপূর্ণ একটি সুযোগ হিসেবে বিবেচিত।

এডিবি জানিয়েছে, প্রতিবছর এই স্কলারশিপের মাধ্যমে শতাধিক শিক্ষার্থী এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে। আগ্রহীরা বিস্তারিত তথ্য ও আবেদন ফর্ম এডিবি’র অফিসিয়াল ওয়েবসাইটে পেতে পারেন।

সম্পর্কিত