ঢাবির শিক্ষার্থীদের জন্য বৃত্তি সুযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অধ্যয়নরত মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে এসেছে আকিজ-মনোয়ারা শিক্ষা সহায়তা ট্রাস্ট। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া মোট ১৫০ জন শিক্ষার্থীকে এই ট্রাস্ট এক বছরের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা করে শিক্ষা সহায়তা বৃত্তি দেবে। বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃত্তির আবেদন ফরম সংগ্রহ করা যাবে রেজিস্ট্রার অফিসের ২০৭(খ) নং বৃত্তি শাখা থেকে। পাশাপাশি আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট du.ac.bd থেকেও ডাউনলোড করা যাবে, যাতে শিক্ষার্থীরা যেকোনো স্থান থেকেই আবেদন প্রস্তুত করতে পারেন। নির্ধারিত নিয়ম অনুযায়ী, আবেদন ফরম পূরণ করে বিভাগীয় প্রধানের স্বাক্ষর ও সীলসহ আগামী ৩০ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রার অফিসের ২০৭(খ) কক্ষে জমা দিতে হবে। সময়সীমার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যে নথিপত্র জমা দিতে হবে: আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্র যুক্ত করতে হবে— জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি অভিভাবকের আয় সনদের ফটোকপি বিভাগীয় প্রধানের স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র এইচএসসি মার্কশিটের ফটোকপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্লিপের ফটোকপি প্রতিবন্ধী সনদপত্র (যদি প্রযোজ্য হয়) এই বৃত্তি মূলত এমন শিক্ষার্থীদের জন্য যারা মেধাবী হলেও অর্থনৈতিক সংকটের কারণে পড়াশোনায় পিছিয়ে পড়তে পারেন। ট্রাস্টের লক্ষ্য হচ্ছে এই শিক্ষার্থীদের আর্থিক চাপ কমিয়ে পড়াশোনায় মনোযোগ বাড়ানো। আবেদনকারীদের উৎসাহ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃত্তিপ্রাপ্ত ১৫০ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য প্রতি মাসে নিয়মিতভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে, যা বই, হল ফি, টিউশনসহ অন্যান্য জরুরি খরচে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা বৃত্তির বিজ্ঞপ্তি ও আবেদন ফরম—দুটিই অনলাইনে দেখতে পারবেন, যা প্রক্রিয়াকে আরও সহজ করেছে। /এমএস

$post['title']

নরওয়েতে উচ্চশিক্ষার সুযোগ, থাকছে টিউশন ফি মওকুফসহ স্টাইপেন্ড

$post['title']

রাজ্জাক-শামসুন নাহার পদার্থবিজ্ঞান পুরস্কারে আবেদন আহ্বান

$post['title']

৪৮ শতাংশ বিদেশ পড়তে যাওয়া বাংলাদেশীর বড় গন্তব্য এখন চীন

$post['title']

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা ও ক্যারিয়ারের বিস্ময়কর সম্ভাবনা

$post['title']

সুইডেনে ৭ শতাধিক ফুল-ফান্ডেড স্কলারশিপ, মাসে মিলবে লাখ টাকা