আজ (২ আগস্ট ২০২৫) শনিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স (১ম পর্ব) ২০২৪ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন,গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই এবং এটিই দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ বাংলাদেশ নিশ্চিত করতে পারে।
উপাচার্য বলেন,'গত বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। এসব কলেজের ওপর কোনো মনিটরিং ছিল না,যার ফলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানের নামে লক্ষ লক্ষ টাকা লুটপাট করা হয়েছে।' তিনি আরও বলেন,এই দুর্নীতি কমাতে কলেজগুলোর অডিটিং সহ বিভিন্ন ক্ষেত্রে কঠোর মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রফেসর আমানুল্লাহ জোর দিয়ে বলেন,জাতীয় বিশ্ববিদ্যালয় করদাতাদের অর্থে পরিচালিত একটি প্রতিষ্ঠান। তাই এই অর্থ যাতে আত্মসাৎ না হয়, তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। পিআইবি পরিচালিত গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে মাস্টার্স কোর্সটির আধুনিকায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবি-এর সহযোগী অধ্যাপক মনিরা শরমিন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র “শ্রাবণ বিদ্রোহ” প্রদর্শিত হয়।