দ্বন্দ্বে আটকে আড়াই হাজার পদোন্নতি

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রায় আড়াই হাজার প্রভাষকের পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিতর্কিত বিধির জটিলতায়। সহকারী অধ্যাপক পদে উন্নীত হওয়ার সব যোগ্যতা থাকা সত্ত্বেও ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের শিক্ষকরা এক যুগের বেশি সময় ধরে প্রভাষক পদেই কর্মরত আছেন, যা কর্মকর্তাদের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। ভুক্তভোগীরা জানান, চলতি বছরে দু’দফা ডিপার্টমেন্টাল প্রমোশন কমিটি (ডিপিসি) বৈঠক অনুষ্ঠিত হলেও মন্ত্রণালয় মামলার অজুহাতে পদোন্নতির আদেশ জারি করছে না। এতে অসন্তুষ্ট হয়ে প্রভাষকরা ঘোষণা দিয়েছেন, ১৬ নভেম্বর থেকে তারা “নো প্রমোশন, নো ওয়ার্ক” কর্মসূচি পালন করবেন। প্রায় চার শতাধিক ৩২তম ও ৩৩তম বিসিএস কর্মকর্তারা চাকরিতে যোগদানের ১২ বছর পরেও প্রথম পদোন্নতি পাননি। ৩৪তম, ৩৫তম, ৩৬তম ও ৩৭তম ব্যাচের কর্মকর্তারাও যথাক্রমে ১০, ৯, ৮ ও ৭ বছর পার করলেও কোনো অগ্রগতি হয়নি। গ্রেডেশন তালিকায় ৩২তম ব্যাচে ৫৪ জন, ৩৩তম ব্যাচে ৩৬১ জন, ৩৪তম ব্যাচে ৬৩১ জন, ৩৫তম ব্যাচে ৭৪০ জন, ৩৬তম ব্যাচে ৪৬০ জন এবং ৩৭তম ব্যাচে ১৫৩ জন পদোন্নতির অপেক্ষায় আছেন। শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অভিযোগ—২০০০ সালের বিতর্কিত বিধিমালা সংশোধনে মন্ত্রণালয়ের গাফিলতি ও প্রভাবশালী মহলের হস্তক্ষেপে ২০২৪ সালে জারি হওয়া ৫৪টি আদেশের মাধ্যমে প্রায় ২ হাজার আত্মীকৃত শিক্ষক ক্যাডারে অন্তর্ভুক্ত হন। এই আদেশগুলোর বৈধতা নিয়ে আপত্তি জানিয়ে শিক্ষকেরা মন্ত্রণালয়কে আবেদন করলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ১৭ মাস ধরে পদোন্নতি বন্ধ থাকা অবস্থায় এই বছরের জুনে ডিপিসি বৈঠক হলেও ফল আসেনি। ভুক্তভোগীদের দাবি—আদালত কোনো স্থগিতাদেশ না দিলেও মন্ত্রণালয় নিজ উদ্যোগে প্রক্রিয়া বন্ধ রেখেছে। ফলে দীর্ঘ অপেক্ষার অবসান না হওয়ায় আন্দোলনের পথেই হাঁটতে হচ্ছে তাদের। বিসিএস শিক্ষা সমিতির নেতারা মনে করেন, মন্ত্রণালয় চাইলে দ্রুত সমস্যার সমাধান সম্ভব। কারণ পদোন্নতির ক্ষেত্রগুলোতে অতিরিক্ত আর্থিক বোঝা তৈরি হবে না। ১৩ নভেম্বরের মধ্যে আদেশ জারি না হলে ১৬ নভেম্বর থেকে তারা কঠোর আন্দোলন করবে বলে ঘোষণা দিয়েছেন প্রভাষকরা। /এমএস

$post['title']

মাউশির ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল হান্নান

$post['title']

ইউজিসি চেয়ারম্যানের সাথে খুবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

$post['title']

ইউজিসিতে গোপন পদোন্নতি, ১৬ লাখ ফাঁকি

$post['title']

আজ থেকে ডাউনলোড করা যাবে ৪৯তম বিসিএসের প্রবেশপত্র

$post['title']

সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত