আশুলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২৭ সেপ্টেম্বর, ২০২৫ শনিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক সভা। ‘আশুলিয়া বিশ্ববিদ্যালয় সভা’ নামে আয়োজিত এই বৈঠকের সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির।
সভায় অংশ নেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ফরিদ এ সোবহানী, সিটি ইউনিভার্সিটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান (অব.), মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. শাহজাহান খানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও রেজিস্ট্রাররা।
আলোচনায় আশুলিয়া অঞ্চলের সাধারণ সমস্যা-বিদ্যুৎ সংকট, যানজট, পরিবহন ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য অভ্যন্তরীণ চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় হয়। অংশগ্রহণকারীরা যৌথ সেমিনার, কর্মশালা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, সম্পদ ভাগাভাগি এবং সামাজিক কার্যক্রমে একসাথে কাজ করতে মৌখিকভাবে সম্মত হন। পাশাপাশি এসব বিষয়ে আনুষ্ঠানিক সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা আশুলিয়াকে একটি পূর্ণাঙ্গ উচ্চশিক্ষা নগরীতে রূপান্তরের জন্য সম্মিলিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আরও জানান, এসব সমস্যার টেকসই সমাধানে দ্রুতই ইউজিসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসা হবে।