মানারাতে ভর্তি মেলায় ৫০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক
ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা । ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা । ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ভর্তি ফিতে ৫০ শতাংশ ছাড় দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৫ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৪) এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১৬ দিনব্যাপী এ মেলা শুরু হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও বিশিষ্ট মোটিভেশনাল বক্তা ড. মির্জা গালিবকে সঙ্গে নিয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

আগামী ৩১ জুলাই পর্যন্ত এ মেলা চলবে। মেলা উপলক্ষে ভর্তি ফিতে ছাড় ছাড়াও স্পট অ্যাডমিশন নেয়া ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার।

মেলা উদ্বোধনকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. মাহাবুব আলম, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ড. আবু আইয়ুম মো. ইব্রাহিম,  ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কন্ট্রোলার অব এক্সামিনিশন্স এ. এইচ. এম. আবু সায়ীদ, অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশন্সের পরিচালক আব্দুল কাদের, ডেপুটি রেজিস্ট্রার আলমগীর হোসেনসহ বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মেলা চলাকালে বিভিন্ন বিষয়ে ভর্তি ফি-তে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি হওয়া যাবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে টিউশন ফি’র ওপর যথারীতি ১০০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। এর মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যাদের দু’টো মিলে চতুর্থ বিষয় ছাড়া জিপিএ ১০ রয়েছে তারা পাবেন টিউশন ফি-তে ১০০ শতাংশ ছাড়। গরীব ও  মেধাবীদেরও ১০০ শতাংশ পর্যন্ত ছাড়ে পড়ার সুযোগ রয়েছে।

প্রসঙ্গত, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তিনটি অনুষদের অধীনে স্নাতক পর্যায়ে ৮টি ও স্নাতকোত্তর পর্যায়ে ২টি প্রোগ্রাম চালু রয়েছে। এগুলো হলো বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, সিএসই (রেগুলার ও ইভিনিং), ব্যাচেলর অব ফার্মেসি, ইইই (রেগুলার ও ইভিনিং), এলএলবি (অনার্স), ব্যাচেলর অব জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, বিএ (অনার্স) ইন ইসলামিক স্টাডিজ (রেগুলার ও সাপ্তাহিক) এবং স্নাতকোত্তর পর্যায়ে এমবিএ  (রেগুলার ও এক্সিকিউটিভ) ও এমএ ইন ইংলিশ (রেগুলার ও ইভিনিং)।

ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা- ০১৭৮০৩৬৪৪১৪-১৫, ০১৭০৯১২৬৩৯৪, ০১৮১৯২৪৫৮৯৫ নম্বরে যোগাযোগ করতে পারেন।

সম্পর্কিত