ঘোষণা হলো গকসুর তফসিল

আবু হুরায়রা
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ২৫ তারিখ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সোমবার (১১ আগস্ট) দুপুর ৩টায় একাডেমিক ভবনের গকসু নির্বাচন কমিশনের অফিসে (এ ব্লক ৩১০ নং রুম) তফসিল ঘোষণা করা হয়। গণমাধ্যম কর্মীদের সম্মুখে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক রফিকুল আলম। 

নির্বাচনী তফসিল অনুযায়ী, ১১ আগষ্ট নির্বাচনের তফসিল ঘোষণার পর ১৭ আগষ্ট নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকায় আপত্তি থাকলে তা ২১ আগষ্ট সকাল ১০ টা থেকে ৩টা পর্যন্ত গ্রহণ করা হবে। ২৫ আগষ্ট নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 

এরপর ২৬ আগষ্ট থেকে ২৮ আগষ্ট দুপুর ৩টা পর্যন্ত শুরু হবে মনোনয়ন বিতরণ। মনোনয়নপত্র গ্রহণ করা হবে ৩১ আগষ্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়া চলবে। ৮ সেপ্টেম্বর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর প্রার্থীর আপত্তি গ্রহণ ও শুনানি চলবে দুপুর ৩টা পর্যন্ত। 

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ এবং ফলাফল প্রকাশিত হবে। 

তবে তফসিলে আচরণবিধি-প্রাচরণার সময়সূচি নিধারিত করা হয়নি। এসম্পর্কে নির্বাচন কমিশনার এবং প্রক্টরিয়াল বডির সভাপতি সহযোগী অধ্যাপক রফিকুল আলম বলেন,"পর্যায়ক্রমে বাকি বিষয়গুলোও সম্মুখে আসবে এবং গণতান্ত্রিক পদ্ধতি বজায় রেখে সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য যা যা প্রয়োজন সকল ব্যাবস্থাই গ্রহন করা হবে।" 

সম্পর্কিত