নবীনদের আগমনে মুখরিত ইবি ক্যাম্পাস

বিপ্লব হোসেন
নবীনদের শুভেচ্ছা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
নবীনদের শুভেচ্ছা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

নতুন স্বপ্ন ও বুক ভরা আশা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস । দীর্ঘ ১২ বছরের একনিষ্ট সাধনা ও কঠোর অধ্যবসায় শেষে ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয় জীবনে পদার্পণ করেছে তারা। এ অনুভূতি প্রত্যেকের কাছে নতুন স্বপ্ন আলিঙ্গনের মত।

সোমবার( ১১ আগস্ট) সবুজে ঘেরা নয়নাভিরাম ১৭৫ একরের এই ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে স্ব স্ব বিভাগ। 

তবে বিভিন্ন বিভাগ নানা আয়োজনের মাধ্যমে বরণ করেছে নবীন শিক্ষার্থীদের। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইংরেজি বিভাগ, লোক প্রশাসন বিভাগ,  আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ, আইন বিভাগ, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, আল ফিকহ এন্ড ল বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগসহ প্রায় প্রতিটি বিভাগেই ছিল ছোট-বড় এবং মনোমুগ্ধকর আয়োজন করা হয় । আয়োজনের অংশ হিসেবে পরিচয় পর্ব, শিক্ষার্থীদের অনুভূতি, শিক্ষকদের দিক নির্দেশনামূলক বক্তব্য, নবীনদের ফুল, কলম, ব্যাগ ও বইসহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি ছিল উল্লেখযোগ্য।

নবীন শিক্ষার্থীরা একে অন্যের সাথে পরিচিত হওয়া ও কুশল বিনিময় করতে দেখা যায়। সবুজ গাছের শীতল ছায়ায় আচ্ছন্ন বিভিন্ন আড্ডা স্থান যেমন বটতলা, ডায়না চত্বর, ঝাল চত্বর, মফিজ লেক, টিএসসিসি, শহীদ মিনার ও বিভিন্ন ভবনের প্রাঙ্গণসহ পুরো ক্যাম্পাস নবীন-প্রবীণদের পদচারণায় মুখরিত  হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটি স্মরণীয় করে রাখতে ব্যস্ত সবাই। চলছে বন্ধুদের সঙ্গে ছবি তোলার ধুমও।

পরিসংখ্যান ও তথ্য বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী সুমনা ইয়াসমিন বলেন, “আমি ক্যাম্পাসে একদমই নতুন, এই ইউনিভার্সিটি নিয়ে অনেক স্বপ্ন ছিল যে, বাংলাদেশের প্রথম ইউনিভার্সিটি। আজকে প্রথম দিন আসা। এর আগে আসছি শুধুমাত্র ভর্তির জন্য। আজকে অনেক ভালো লাগছে। আসলে এই সাবজেক্টটা নিয়ে প্রিভিয়াসলি আমার এক্সপেরিয়েন্স আমার নেই। কিন্তু জানার অনেক ইচ্ছা আছে। কারণ আমি দেশের বাইরে যাইতে চাই। আর নিজের স্কিলটাও একটু বাড়াইতে চাই। আর আজকে নতুন যেহেতু তো সবকিছু মিলেই আমি মানে একটু আনন্দিত। আর বেশ কিছু অনেক কিছু জানার ইচ্ছা আছে। সবকিছু নিয়ে আমি খুবই খুশি।”

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী  ইয়াসির ইসলাম বলেন, “প্রথম দিন হিসেবে অনুভূতি বলতে গেলে মানে খুবই একটা ভালো অনুভূতি। যতটুকু আশা করেছিলাম হয়েছিল তার থেকে মানে খুবই ব বেশি কিছু দিয়ে আমাদের বরণ করে নেওয়া হয়েছে। সিনিয়র ভাইয়েরা ও স্যাররা খুবই আন্তরিক। ডিপার্টমেন্টে এসে আমরা একটা ফ্যামিলি পাইছি মনে হচ্ছে এবং এমন একটা ফিল হচ্ছে। সর্বশেষ বলতে যেটা বলতে গেলে প্রশাসনের কাছে চাওয়া হবে যে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করা। কিছুদিন আগে আমাদের ক্যাম্পাসের এক বড় ভাই মারা গেছে। উনার মৃত্যুর ঘটনাটার  তদন্ত এখনো প্রক্রিয়াধীন আছে মনে হয়। তো সব মিলিয়ে আমাদের চাওয়া হবে যাতে আমরা ক্যাম্পাসে নিরাপদে চলতে পারি।”

আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা যদি আমাদের ভবিষ্যৎকে উন্নত করতে চাই এবং লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে প্রথমেই আমাদের সময়কে গুরুত্ব দিতে হবে। সময়ের সাথে পরিকল্পনা করে এগোতে হবে। বিশ্ববিদ্যালয় আগের যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে ভিন্ন। তোমরা প্রাইমারি, হাইস্কুল, মাদ্রাসা, হায়ার সেকেন্ডারি-এসব ধাপ অতিক্রম করে এখানে পৌঁছেছো। এখন বিশ্ববিদ্যালয়ে এসে সবসময় নতুন কিছু চিন্তা করবে এবং নতুনত্ব বের করার চেষ্টা করবে।এই পৃথিবী হলো প্রতিযোগিতার মঞ্চ—তোমরা প্রত্যেকেই একজন প্রতিযোগী। তাই শুরুটা হতে হবে দৃঢ় ও ইতিবাচক। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম মূল লক্ষ্য হলো ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার মধ্যে সমন্বয় সাধন। আমরা সেই 

সম্পর্কিত