মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ জুলাই ২০২৫) শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের কর্ডোভা সেমিনার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. আবু আইয়ুব মো: ইব্রাহিম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কন্ট্রোলার অব এক্সামিনিশন্স ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ. এম. আবু সায়ীদ।
ইসলামিক স্টাডিজ বিভাগের কোঅর্ডিনেটর ও সহকারী অধ্যাপক ড. মো: রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মীর মনজুর মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ, লেকচারার মো: কামরুজ্জামান খিজরী প্রমুখ। অনুষ্ঠান শেষে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ছাত্রছাত্রীদের সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। পরে তাদের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সবশেষে গুলশানের পিংক সিটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন সিরিমনি শেষ হয়।