চবিতে বৃত্তিপ্রাপ্ত ও গবেষণাসাফল্য অর্জনকারী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা

চবি প্রতিনিধি
অর্ধশতাধিক মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েেছে। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
অর্ধশতাধিক মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েেছে। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) ও অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স- চিটাগাং ইউনিভার্সিটি এর যৌথ আয়োজনে এমন অর্ধশতাধিক মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েেছে যারা  ২০২৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য স্কলারশিপ অর্জন করেছেন। "রিসেপশন‌ অব স্কলার্স ২০২৫" শিরোনামে এ সংবর্ধনা অনুষ্ঠান আজ (২৪ জুলাই,২০২৫) বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন হাবে (নতুন কলা ভবনের ৫ম তলায়) অনুষ্ঠিত হয়। 

এ বছর চবি থেকে শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য প্রাচ্য ও পাশ্চাত্য গমন করবেন। এ অনুষ্ঠানে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। এ বছর চবি থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন সবচেয়ে বেশি। এছাড়াও যুক্তরাজ্য, জার্মানি, নরওয়ে,জাপান,চীন,অস্ট্রেলিয়া,ভারত সহ বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার জন্য যাচ্ছেন চবি শিক্ষক ও শিক্ষার্থীরা। এছাড়াও আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাপত্র প্রকাশ ও সম্মাননা অর্জনের জন্য সংবর্ধিত করা হয়  প্রানরসায়ন বিভাগের অধ্যাপক ড. মোশাররফ হোসেন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মাহবুব হাসান এবং ভুগোল ও পরিবেশবিদ‍্যা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ নাথকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থীরা দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে যাচ্ছে। আজ যেমন বিশ্ববিদ্যালয়কে ও দেশকে গর্বিত করছে, একদিন উনারাই দেশে ফিরে দেশের উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখবেন। তিনি আরও বলেন, বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণার সুযোগ পেয়ে বাংলাদেশের স্কলাররা শুধু ব্যক্তিগত নয়, বরং দেশের ভবিষ্যতের জন্যও একটি শক্ত ভিত্তি তৈরি করছেন এমনটাই আশা প্রকাশ করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইকিএসির পরিচালক প্রফেসর ড. মোশাররফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন  সিইউআরএইচএস এর মডারেটর চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. আদনান মান্নান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল,  নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. খাদিজা মিতু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিস অফ ইন্টারন্যাশনাল এফেয়ার্স এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং ক্লাব সদস্যরা। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সম্মাননা ভবিষ্যতের গবেষণা ও উচ্চশিক্ষায় আগ্রহী নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিল এইমস এডুকেশন।

সম্পর্কিত