কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের অঙ্গসংগঠন 'কুমিল্লা ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি'র উদ্যোগে আয়োজিত ১ম অন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় 'টিম- ১২৫০১'কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে `টিম- ১২৫০৮' এবং সেরা মুটার হয়েছে চ্যাম্পিয়ন দলের রাফিদ মাহমুদ । ১৪ আগস্ট (বৃহস্পতিবার) আইন বিভাগের বিভাগীয় প্রধান মু. আলী মোর্শেদ কাজেমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ইমাম হাসান এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন সাগর।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, 'আমরা এতদিন দেখে আসছি যে আইন নিয়ে গবেষণা না করা অনেকে রাজনৈতিক পরিচয়ে গুরুত্বপূর্ণ আইনি পদে বসতো। এই জায়গাতে তোমরা আইনের শিক্ষার্থীরাই বিপ্লব ঘটাতে পারবে বলে আমি মনে করি।'
উপ উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, 'ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে আইন প্রতিষ্ঠিত হয় না। আইন প্রতিষ্ঠিত না হলে ডিসিপ্লিন প্রতিষ্ঠিত হয় না, আর যদি ডিসিপ্লিন প্রতিষ্ঠিত না হয় তাহলে যেকোনো সরকার ও যেকোনো প্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়ে যায়। জুডিশিয়াল কিলিংয়ের মতো নেগেটিভ প্র্যাকটিস সমাজে চলে আসে। আমি প্রত্যাশা করি এ ধরনের প্রোগ্রামের মাধ্যমে যেন আমাদের শিক্ষার্থীরা তাত্ত্বিক ও ফাংশনাল উভয় ক্ষেত্রেই ভালো দক্ষতা অর্জন করতে পারে।'
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, 'হুয়াই অনলি ইন্ট্রা-ডিপার্টমেন্ট, হুয়াই নট ইন্ট্রা ইউনিভার্সিটি? আমি চাই বছরে অন্তত একবার আন্তঃবিশ্ববিদ্যালয় মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করেন। এর জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় থেকে সহযোগিতা করা হবে। সর্বোপরি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর একটা আয়োজন করার জন্য।'
অনুষ্ঠানের সভাপতি এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান মু. আলী মোরশেদ কাজেম বলেন, 'কুমিল্লা ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটি কর্তৃক আয়োজিত ১ম অন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতায় উপস্থিত থেকে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা খুব শীঘ্রই একটা আন্তঃবিশ্ববিদ্যালয় মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করব।'