প্রাণ ফিরলো কুয়েটে

কুয়েট থেকে এইচ এম তানভীর
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) থেকে আবার শুরু হচ্ছে একাডেমিক কার্যক্রম।বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মো. মাকসুদ হেলালীর সভাপতিত্বে আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে নিরাপত্তা কমিটি ও সংশ্লিষ্টদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে উপাচার্য জানান, কাল থেকেই নিয়মিত ক্লাস চালু হচ্ছে।ড. হেলালী বলেন, “শিক্ষা কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীদের যেসব সমস্যা আছে, ধাপে ধাপে তা সমাধানের চেষ্টা করা হবে। দীর্ঘ বিরতির ফলে কুয়েটের শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিছুটা পিছিয়ে পড়েছে, সেটা আমরা পুষিয়ে নিতে চাই।”

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের জেরে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয়। পরে খুলে দেওয়া হলেও শিক্ষকরা বিভিন্ন দাবিতে ক্লাস নেওয়া থেকে বিরত ছিলেন। দীর্ঘ আন্দোলন ও অনিশ্চয়তা কাটিয়ে আবারও শুরু হতে যাচ্ছে কুয়েটের একাডেমিক যাত্রা।

সম্পর্কিত