যুব রেড ক্রিসেন্ট (আরসিওয়াই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ৩ দিন ব্যাপী রেডক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ-২০২৫ আজ শেষ হয়েছে। যুব রেড ক্রিসেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ মহিবুর রৌফ (শৈবাল) এর সভাপতিত্বে আজ কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষনার্থী স্বেচ্ছাসেবকদের হাতে সনদ পত্র তুলে দেওয়া হয়। গত ১০-১২ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাসে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন যুব স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে। যুব রেড ক্রিসেন্ট সদর দপ্তর পরিচালিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক- যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ মোহাম্মদ মেহেদী হাসান, প্রোগ্রাম অফিসার- ডিসিআরএম বিভাগ মোহাম্মদ মমিনুল হক,
ইউথ ডেভেলপমেন্ট অফিসার দিদারুল আলম রাফি,
সিনিয়র যুব সদস্য মোহাম্মদ বায়েজিদ চৌধুরী, আরসিওয়াই - জাবি যুব প্রধান নাফিউল আলম অয়ন, যুব প্রধান।
সমাপনী অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনচার্জ মহিবুর রৌফ (শৈবাল) বলেন, ভবিষ্যতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবকরা যেন আরো উন্নততর প্রশিক্ষণ পেতে পারে সে বিষয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেডক্রস রেডক্রিসেন্টের সহযোগিতা কামনা করছি। আমি আশা করছি, বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা যেকোন দূর্যোগে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।