চাঁদপুরে বিজ্ঞান অলিম্পিয়াডে শিক্ষার্থীদের উল্লাস

নিজস্ব প্রতিবেদক।
চাঁদপুরে আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।
চাঁদপুরে আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: ক্যাম্পাস রিপোর্ট।

চাঁদপুরে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক সাধারণ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। জেলা তথা শিক্ষাক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে। জেলার ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির এক হাজার শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

শনিবার সকালেই চাঁদপুর সরকারি কলেজের অডিটোরিয়ামে আয়োজন করা হয় এই আয়োজন। অলিম্পিয়াডের মূল লক্ষ্য শিক্ষার্থীদের জ্ঞান, সৃজনশীলতা এবং বিজ্ঞান চর্চার দক্ষতা বৃদ্ধি করা। বিশেষভাবে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য প্রস্তুতি হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তার বক্তব্যে তিনি বলেন, “বিজ্ঞান মানুষকে যুক্তিবাদী করে এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার বিকাশ ঘটায়। এ ধরনের অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধা বিকাশের অন্যতম মাধ্যম।”

অলিম্পিয়াডের উদ্বোধন করেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান মিয়া। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি এ্যাড. মো. শাহজাহান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার এবং জেলা প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।

প্রতিযোগিতা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডে শিক্ষার্থীদের ২৫ নম্বরের জন্য ৩০ মিনিট সময়ে পরীক্ষা দিতে হয়। এখান থেকে মোট ৫০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীল চিন্তা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এই ধরনের অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তায় দেশের সেবা করতে আরও আগ্রহী হবে।

এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাপ্রতি উৎসাহ ও বিজ্ঞানমনস্ক মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্পর্কিত