ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর নিজস্ব ক্যাম্পাসে নানা কর্মসূচির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি ও “Private University Resistance Day” পালন করা হয়। এ সময় ক্যাম্পাসের পিএচপি স্কয়ারে জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণে ভিডিও ও ডকুমেন্টারি প্রদর্শন, জুলাই আন্দোলনে আহতদের অভিজ্ঞতা উপস্থাপনের মাধ্যমে “জুলাই স্মরণ” সভা এবং জুলাই আন্দোলনে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিজ্ঞতার আলোকে “অভিজ্ঞতা বর্ণনা” করা হয়।
শিক্ষার্থীদের মাঝ থেকে জুলাইয়ের অভিজ্ঞতা বর্ণনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নাজমুল শাহাদাত, আইটি বিভাগের রাইসুল ইসলাম, বিজনেস স্টাডিজ বিভাগের শাখয়াতুল ইসলাম, ইংরেজি বিভাগের গোলাম রাব্বি ও আইটি বিভাগের এলামনাই তপু রহমান।
উক্ত জুলাই গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি ও “Private University Resistance Day” এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। মাননীয় উপাচার্য জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন ইউআইটিএস-এর যে সকল শিক্ষার্থী জুলাই আন্দোলনে আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন অতীতের সকল কর্মকান্ড থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশকে সুন্দর ও সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জনাব আল-ইমতিয়াজ, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস, সহকারি প্রক্টর জনাব মোঃ সাইফুল ইসলাম, জনাব সাব্বির হাওলাদার, জনাব এস, এম, ফারিয়াল হক বাঁধন ও জনাব খাদিজা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।