রড চুরির অভিযোগে স্বারকলিপি

তাশফিকুল ইসলাম,ঢাকা আলিয়া প্রতিনিধি
ফাইল ফটো ছবি: ক্যাম্পাস রিপোর্ট
ফাইল ফটো ছবি: ক্যাম্পাস রিপোর্ট

রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদ্রাসা -ই-আলিয়া ঢাকার আল্লামা কাশগরী রহঃ হলে চলছে সংস্কার কাজ। হলের চতুর্থ তলার ধসে পড়া বাথরুমের ছাদের  অংশ সংস্কারের জন্য ভেঙ্গে নতুন করে চলছে সংস্কারের কাজ । পুরাতন রড় চুরির অভিযোগ উঠেছে সিফাত নামের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। আজ বিকালে চুরির বিষয় নিয়ে  হলে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল করে এবং হল সুপার মোঃ মাসুম বিল্লাহ ও উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবির এর নিকট স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চুরির অভিযোগ উঠা শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা।

স্মারকলিপির বিষয়ে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আশরাফুল কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আগত শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করা হয়েছে এবং আগামীকাল অধ্যক্ষ মহোদয়ের উপস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আজ বিকালে আবাসিক হলের শিক্ষার্থীরা আমার কাছে স্মারকলিপি প্রদান করেন। চুরি হওয়া মালামালের বিষয়ে আমাকে অবগত করে । এ বিষয়ে আগামীকাল ঢাকা আলিয়ার অধ্যক্ষের নিকট বিষয়টি উপস্থাপন করা হবে।

সম্পর্কিত