সাউদার্নে আউটকাম বেইজড এডুকেশন বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

সাউদার্ন ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে  শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “ আউটকাম বেইজড এডুকেশন ”বিষয়ক দুই দিনব্যাপী  প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার বায়েজিদ, আরেফিন নগরে ইউনিভার্সিটির হল রুমে অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার থেকে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের(বিএসি) অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করে আইকিউএসি। আইকিউএসি’র পরিচালক অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক পিইঞ্জ এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। সমাপণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের হাতে সনদপত্র তুলে দেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মাহমুদুর রহমান, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. কামরুল আহসান এবং পুরকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী আবুল হাসান । কর্মশালায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান সহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে দক্ষ শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশি। আর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা তৈরি হয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীতকরণের মাধ্যমেই প্রতিষ্ঠান এগিয়ে যায় এবং আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। আশাকরি এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।অধ্যাপক সরওয়ার জাহান বলেন, অ্যাক্রেডিটেশনের জন্য শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের একযোগে কাজ করতে হবে যার মধ্যে দিয়ে প্রতিটি শিক্ষার্থী ভালো মানের উচ্চশিক্ষা নিয়ে দেশ গড়ার লক্ষ্যে ভূমিকা রাখতে পারবে।

সমাপণী বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক ।

সম্পর্কিত