গন বিশ্ববিদ্যালয়ে (গবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান বলেন,
গণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত হোক। বিশ্ব দরবারে সুনাম অর্জন করুক। যাদেরকে আমি সব থেকে ভালোবাসি, আমার শিক্ষার্থীরা যেন এক একটা রত্ন হয়ে উঠুক। সকলের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয় অনেক উন্নতি করুক এই কামনা।
উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী একে অপরের পরিপূরক হলেও শিক্ষার্থী ছাড়া বিশ্ববিদ্যালয় চলবে না।শিক্ষক ও হতে হবে শিক্ষার্থীবান্ধব। শিক্ষকের সাথে শিক্ষার্থীর ভালো সম্পর্ক হওয়া উচিত। সকলের সহযোগীতায় প্রতিষ্ঠানটি এগিয়ে যেতে পারবে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. মো. জাফরুল্লাহ চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় গণ বিশ্ববিদ্যালয়। তাঁর লক্ষ্য ছিল এমন একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে স্বল্প খরচে উচ্চমানের শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা সমাজ ও জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারে।