চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের পরীক্ষার সময়সূচী

চবি প্রতিনিধি
বিশ্ববিদ্যালয় প্রধান ফটক। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
বিশ্ববিদ্যালয় প্রধান ফটক। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড.মোঃ শহীদুল হক কর্তৃক গণমাধ্যমে প্রেরীত বিজ্ঞপ্তি অনুযায়ী তারিখ ও সময়।

ভুগোল ও পরিবেশবিদ্যা বিভাগ

চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২য় বর্ষ বি.এস.সি. (সম্মান) ২০২৪ কোর্স নং ২০১ থেকে ২০৯ এর পরীক্ষাসমূহ আগামী ১০.০৭.২০২৫ থেকে ১৭.০৮.২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এম.এস.এস. কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি/সাময়িক ভর্তি/পুনঃভর্তি ২২.০৬.২০২৫ তারিখ থেকে শুরু হয়েছে। বিলম্বি ফিসছাড়া ১০.০৭.২০২৫ এবং ২২০/- টাকা বিলম্ব ফিসসহ আগামী ১৫.০৭.২০২৫ তারিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

সংস্কৃত বিভাগ

চবি সংস্কৃত বিভাগের ২য় বর্ষ বি.এ. (সম্মান) ২০২৪ কোর্স নং ২০১ থেকে ২০৪ ও অনুসঙ্গী ০৩, অনুসঙ্গী ০৪ এবং উক্ত কোর্সের মৌখিক পরীক্ষাসহ আগামী ২৯.০৬.২০২৫ থেকে ০৫.০৮.২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন বেলা ১১:০০ এবং মৌখিক পরীক্ষা সকাল ৯:৩০ টা থেকে শুরু হবে।  বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

পদার্থবিদ্যা বিভাগ

চবি পদার্থবিদ্যা বিভাগের এম.এস. ২০২৩ কোর্স নং ৫০৪ এর ২৯.০৭.২০২৫ তারিখ অনুষ্ঠিতব্য পরীক্ষাটি উক্ত তারিখের পরিবর্তে আগামী ২৮.০৮.২০২৫ তরিখ পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

উদ্ভিদবিজ্ঞান বিভাগ

চবি উদ্ভিবিজ্ঞান বিভাগের ১ম বর্ষ বি.এস.সি. (সম্মান) ২০২৪ কোর্স নং ১০১ থেকে ১০৯ এর তাত্ত্বিক পরীক্ষাসমূহ আগামী ০৪.০৮.২০২৫ থেকে ১৪.০৯.২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ১০:৩০ টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

ইসলামিক স্টাডিজ বিভাগ

চবি ইসলামিক স্টাডিজ বিভাগের ১ম বর্ষ বি.এ. (সম্মান) ২০২৪ কোর্স নং ১০১ থেকে ১০৮ এবং ০০১ (নিয়মিত ও মানোন্নয়ন) এর পরীক্ষসমূহ আগামী ০৬.০৭.২০২৫ থেকে ২৪.০৮.২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২:২০ টা থেকে ‍শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে। উল্লেখ্য ০৬.০৭.২০২৫ তারিখ আশুরার থাকবে বিধায় উক্ত পরীক্ষা ০৭.০৭.২০২৫ তরিখ অনুষ্ঠিত হবে।

নাট্যকলা বিভাগ

চবি নাট্যকলা বিভাগের বিভাগের এম.এ. কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি/সাময়িক ভর্তি/পুন:ভর্তি ২২.০৬.২০২৫ তারিখ থেকে শুরু হয়েছে। বিলম্ব ফিসছাড়া ২০.০৭.২০২৫ এবং ২২০/- টাকা বিলম্ব ফিসসহ আগামী ২৪.০৭.২০২০৫ তরিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

মাইক্রোবায়োলজি বিভাগ

চবি মাইক্রোবায়োলজি বিভাগের ১ম বর্ষ বি.এস.সি. (অনার্স) ২০২৪ কোর্স নং ১০১ থেকে ১১০ (ক্রমানুসারে নয়) এর তত্ত্বীয় পরীক্ষাসমূহ আগামী ০৩.০৭.২০২৫ থেকে ১৭.০৮.২০২৫ তারিখ পর্যন্ত চলবে।  বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

সম্পর্কিত