চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ভর্তি তথ্য

চবি প্রতিনিধি
চট্রগাম বিশ্ববিদ্যালয়ের মেইন ফটক। ছবি: ক্যাম্পাস রিপোর্ট
চট্রগাম বিশ্ববিদ্যালয়ের মেইন ফটক। ছবি: ক্যাম্পাস রিপোর্ট

ইংরেজি বিভাগ

চবি ইংরেজি বিভাগের 2020-2021 শিক্ষাবর্ষের 3য় বর্ষ বি.এ. (অনার্স) 2023 কোর্স নং 301 থেকে 308 এর পরীক্ষাসমূহ আগামী 03.07.2025 থেকে 24.08.2025 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 10.30 টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট

চবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2022-2023 শিক্ষাবর্ষে এম.এড কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি/সাময়িক ভর্তি/পুনঃভর্তি 15.06.2025 তারিখ থেকে শুরু হয়েছে। বিলম্ব ফিসছাড়া 23.06.2025 এবং 220/- টাকা বিলম্ব ফিসসহ আগামী 26.06.2025 তরিখ পর্যন্ত ভর্তি হওয়া যাবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

ওশানোগ্রাফি বিভাগ

চবি ওশানোগ্রাফি বিভাগের 2023-2024 শিক্ষাবর্ষের 1ম বর্ষ বি.এস.সি. (অনার্স) কোর্স নং 101 থেকে 115 এর তত্ত্বীয় পরীক্ষাসমূহ আগামী 29.06.2025 থেকে  03.08.2025 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 10:30 টা থেকে শুরু হবে। বিস্তারিত তথ্যাবলী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

সম্পর্কিত