বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃৃপক্ষ গতকাল এক প্রেস রিলিজে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ থাকার ব্যাপারে নোচিশ দিয়েছে। জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক এহতেরামুল হকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
লক্ষ্য করা যাচ্ছে যে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও কোন কোন শিক্ষার্থী রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হচ্ছেন এবং তাদের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। এটি স্পষ্টতই বিশ্ববিদ্যালয়ের প্রণীত আইনের পরিপন্থী এবং প্রশাসনের আদেশ অবজ্ঞার সামিল।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধের আদেশে বলা হয়েছে যে-
- ক্যাম্পাসে সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে।
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর নাম ব্যবহার করে সকল ধরনের লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ থাকবে।
সুতরাং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধরে রাখার বৃহত্তর স্বার্থে বিশ্ববিদ্যালয়ের প্রণীত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আবারও আহ্বান জানানো হচ্ছে।