বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত “জুলাই আন্দোলনের সংগ্রামী চেতনার ভিডিও প্রদর্শনী ও শহীদ পরিবারদের সংবর্ধনা” শীর্ষক আলোচনাসভায় প্রতীকীভাবে শহীদ আবু সাঈদকে স্মরণ করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে ক্যাম্পাসের অডিটোরিয়ামে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এসময় বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান আতিক প্রতীকী ভঙ্গিতে শহীদ আবু সাঈদের মতো দাঁড়ান যা অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইয়া এবং সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, শহীদ পরিবারের সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আহ্বায়ক মো. আতিকুর রহমান শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “জুলাই আন্দোলন শুধু একটি ছাত্র আন্দোলন নয় এটি ছিল স্বৈরাচারের বিরুদ্ধে জনতার প্রতিরোধের চূড়ান্ত বহিঃপ্রকাশ। শহীদ আবু সাঈদের রক্ত যেন আমাদের প্রতিটি দাবি ও সংগ্রামে শক্তির প্রতীক হয়ে দাঁড়ায়।”
অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের তিন জন শহীদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয় এবং আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বিভিন্ন বক্তা বক্তব্য দেন।
অনুষ্ঠানে বাকৃবি উপাচার্য বলেন, "১৬ জুলাই একটি শোকের দিন, একটি অনুপ্রেরণার দিন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৬ জুলাই একটি অবিস্মরণীয় দিন।" তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে আত্মদানকারী ছাত্র-জনতাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান।
উপাচার্য আরও বলেন, "আমরা তোমাদের ভুলিনি, ভুলব না কোনোদিন।”